জাতীয় পার্টির কার্যক্রম স্থগিতে সরকারকে পদক্ষেপ নিতে এনসিপির আহ্বান

0
9
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেছেন, গত তিনটি অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে জাতীয় পার্টি সহযোগিতা করেছে। সুতরাং তারা আওয়ামী লীগের অংশ। এখন তারা আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে। তাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে সরকারকে আরও বেশি কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে।

আজ রোববার (৩১ আগস্ট) যমুনার সামনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে, ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় পৌঁছে এনসিপির প্রতিনিধিদল। চার সদস্যের প্রতিনিধিদলে ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের বৈঠক।

আরিফুল ইসলাম আদীব জানান, অনেকগুলো বিষয়ে বৈঠকে কথা হয়েছে। সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অবহিত করা হয়েছে। পরিস্থিতি উত্তরণে দ্রুত ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টাকে বলা হয়েছে।

গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষকে ঘিরে সেনাবাহিনী ও পুলিশের লাঠিপেটায় নুরুল হক নুরের আহত হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানায় অন্তর্বর্তী সরকারসহ দেশের প্রায় সব দল।

এ প্রসঙ্গে এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, সরকারি সংস্থাগুলো তাদের পুরোনো কাঠামো ধরে রাখতে মরিয়া। নুরুল হক নুরের ওপর হামলা তার বড় প্রমাণ। এর আগেও গুমের সাথে এসব বাহিনীর লোকজন জড়িত ছিলো। এসব বন্ধ করতে হবে।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে আদীব বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আগামি নির্বাচনকে গণপরিষদ নির্বাচন এবং এরপর নতুন সংবিধান প্রণয়নের দাবি জানানো হয়েছে। নির্বাচন কমিশন তাদের সক্ষমতা ও নিরপেক্ষতার জায়গাটা নিশ্চিত করবেন বলে তারা আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, গুম কমিশনের পরামর্শ আমলে নিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। আগের বিভিন্ন নির্বাচনে সরকারি সংস্থার লোকজন প্রভাবিত করার চেষ্টা করেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.