জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত ‘সাদী-বৈশাখী-সাজ্জাদ-ইকরা পরিষদ’ ইশতেহার ঘোষণা করেছে। ইশতেহারে শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক, নারীবান্ধব ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার করেন তারা।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জুলাই গণঅভ্যুত্থানের সময় নির্মিত ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভের পাদদেশের সামনে ইশতেহার ঘোষণা করেন প্যানেলের সদস্যরা।
ইশতেহারে ৮ দফা হলো—১. আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা; ২. শিক্ষাবান্ধব, নিরাপদ, মুক্ত ও বৈচিত্র্যময় ক্যাম্পাস; ৩. পরিকল্পিত আবাসন ও খাবারের উন্নত মান নিশ্চিতকরণ; ৪. নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গণ ও স্বাস্থ্য সুরক্ষা; ৫. মানসম্মত স্বাস্থ্যসেবা; ৬. সুসমন্বিত পরিবহণ ব্যবস্থাপনা; ৭. ক্রীড়াচর্চা ও সাংস্কৃতিক বৈচিত্র্য; ৮. পরিবেশ-প্রতিবেশ সংরক্ষণ ও প্রাণী বান্ধব ক্যাম্পাস।
ইশতেহারের মূল বিষয়গুলো হলো—
আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা
প্রথম দফায় বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম একটি নির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পরিচালিত হবে। নিয়মিত জাকসু নির্বাচন ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা, আন্তর্জাতিক মানে পাঠ্যক্রম উন্নয়ন, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি, আধুনিক ক্লাসরুম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের পূর্ণ সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়।
শিক্ষাবান্ধব, নিরাপদ, মুক্ত ও বৈচিত্র্যময় ক্যাম্পাস
দ্বিতীয় দফায় গেস্টরুম সংস্কৃতি, র্যাগিং, নিপীড়ন ও জবরদস্তিমূলক রাজনীতিকে ক্যাম্পাস থেকে উৎখাতের ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি সব ধর্ম ও মতের সহাবস্থান নিশ্চিত, নারী ও সংখ্যালঘু শিক্ষার্থীদের ধর্মীয় উপাসনার ব্যবস্থা, জরুরি প্রয়োজনে ২৪ ঘণ্টার হেল্পলাইন ও অনলাইনে মিথ্যা তথ্য প্রতিরোধে বিশেষ সেল গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়।
রিকল্পিত আবাসন ও খাবারের উন্নত মান নিশ্চিতকরণ
তৃতীয় দফায় প্রথম বর্ষ থেকেই সিট নিশ্চিতকরণ, উন্নত খাবার, ক্যানটিন ও রেস্টুরেন্টে পুষ্টিগুণ যাচাই এবং ভর্তুকি বৃদ্ধির কথা বলা হয়।
নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গণ ও স্বাস্থ্য সুরক্ষা
চতুর্থ দফায় নারী শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার, হলের অবকাঠামো সংস্কার, সিসি ক্যামেরা স্থাপন, চাইল্ড কেয়ার সেন্টার, স্যানিটারি ভেন্ডিং মেশিন ও নারী চিকিৎসক নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়।
মানসম্মত স্বাস্থ্যসেবা
পঞ্চম দফায় আধুনিক চিকিৎসাকেন্দ্র, ২৪ ঘণ্টা সেবা, টেলিমেডিসিন চালু, জরুরি ওষুধ বিনা মূল্যে প্রদান এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়ক সুবিধার কথা বলা হয়।
সুসমন্বিত পরিবহন ব্যবস্থাপনা
ষষ্ঠ দফায় পরিবহনব্যবস্থার উন্নয়নে নতুন রুট, বাসে জিপিএস ট্র্যাকার, মোবাইল অ্যাপস ও অটোরিকশা-ইলেকট্রিক কাট চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়।
ক্রীড়াচর্চা ও সাংস্কৃতিক বৈচিত্র্য
সপ্তম দফায় আন্তবিভাগীয় ও আন্তহল ক্রীড়া প্রতিযোগিতা, শারীরিক সীমাবদ্ধতা গ্রন্থ শিক্ষার্থীদের জন্য বিশেষ টুর্নামেন্ট, আধুনিক জিমনেসিয়াম, সাংস্কৃতিক বৈচিত্র্যের চর্চা ও মাদক দমন কার্যক্রম চালুর কথা বলা হয়।
পরিবেশ-প্রতিবেশ সংরক্ষণ ও প্রাণী বান্ধব ক্যাম্পাস
অষ্টম দফায় পরিবেশ সংরক্ষণ, লেকের জীববৈচিত্র্য রক্ষা, অতিথি পাখির জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি, পর্যাপ্ত ডাস্টবিন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের প্রতিশ্রুতি দেওয়া হয়।
২৮ আগস্ট জাকসু নির্বাচন সামনে রেখে মো. শেখ সাদী হাসানকে সহসভাপতি ও তানজিলা হোসাইনকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করে ২৫ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী মো. শেখ সাদী হাসান বলেন, আমরা গুম-খুন, নিপীড়ন ও রাষ্ট্রীয় নিষ্পেষণ মোকাবিলা করে দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। এখন আমাদের লক্ষ্য-একটি শিক্ষাবান্ধব, নিরাপদ ও আধুনিক জাহাঙ্গীরনগর গড়ে তোলা এবং নিয়মিত জাকসু নির্বাচন নিশ্চিত করা। আমরা ক্যাম্পাসে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীকে হেপাটাইটিস-বি ভ্যাক্সিনের আওতায় এনেছি। সামনে একটা ২০ শয্যাবিশিষ্ট মেডিকেল সেন্টার করার ও পরিকল্পনা রয়েছে শাখা ছাত্রদলের।