জাকসু নির্বাচন: প্রথাগত পদ্ধতিতে চলছে ভোট গণনা

0
10
জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। প্রথাগত (ম্যানুয়াল) পদ্ধতিতে হাতে গোনা হচ্ছে এবারের ব্যালট। নির্বাচনের চূড়ান্ত ফলাফল পেতে আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে বিরতিহীন ভোট। ভোট গ্রহণের ৫ ঘণ্টা পর গণনা শুরু হয়। সিনেট ভবনে কেন্দ্রীয়ভাবে জাকসুর গণনা চলছে। ভোট গনণার এই কার্যক্রম দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে। যন্ত্র বাদ দিয়ে প্রথাগত পদ্ধতিতে হাতে গোনা হচ্ছে ভোট।

প্রথমেই গণনা হচ্ছে ২১টি হল সংসদের প্রাপ্ত ভোট। এখন পর্যন্ত ১১টি হলের ফলাফল তৈরি হয়েছে তবে এখনও ফল ঘোষণা দেয়া হয়নি। হল সংসদের পর জাকসুর ভোট গণনা শুরু হবে।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৫৯ জন। কেন্দ্রীয় সংসদ নির্বাচনে ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৯ জন এবং জিএস পদে ৮ জন রয়েছেন। এছাড়া, এজিএস পদে ৬ জন নারী ও ১০ জন পুরুষ প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

জাকসুতে এবার পূর্ণ ও আংশিকসহ আটটি প্যানেল হয়েছিল। এর মধ্যে কারচুপির অভিযোগ এনে বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। ভোট বর্জন করেছে প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য, ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের সংশপ্তক পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ। এছাড়া, ছাত্র ফ্রন্টের একাংশের একটি প্যানেলসহ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও ভোট বর্জন করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.