জরুরি সংবাদ সম্মেলনে ডেকেছে বিএনপি। রোববার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে। এতে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
সূত্র জানিয়েছে, সংবাদ সম্মেলনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার, চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবন সামনে পুলিশ চেকপোস্ট বসানো, পুলিশের সাঁড়াশি অভিযান এবং ১০ ডিসেম্বরের গণসমাবেশ নিয়ে কথা বলবেন মির্জা ফখরুল।
গত ১ ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে রাজনৈতিক নিপীড়নমূলক বেআইনি, মিথ্যা ও গায়েবি মামলা বন্ধ চেয়ে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দেওয়া হয়।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, কিছু দিন হলো একই ধরনের মামলা হচ্ছে যার কোনোটার বাদী আওয়ামী লীগ বা এর অঙ্গ সংগঠনের কোনো নেতা, আবার কোনোটার বাদী পুলিশ। এজাহারের বর্ণনা একই রকম। আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি পুলিশের এক অংশ অতি উৎসাহিত হয়ে মামলা দায়ের করছে।