জয়-লেখক-রাব্বানী-সাদ্দামসহ ছাত্রলীগের ৬৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

0
13
জয়-লেখক-রাব্বানী-সাদ্দাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবগঠিত ছাত্রদলের সোহেল-আরিফ কমিটির ওপর ছাত্রলীগের হামলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, আল নাহিয়ান খান জয়, লেখক ভট্টাচার্যসহ ৬৬ জনকে আসামি করে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালতে এ মামলা দায়ের করেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শাহবাগ থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এ মামলায় অপর আসামিদের মধ্যে রয়েছেন– সঞ্জিত চন্দ্র দাস, রিয়াজুল ইসলাম, মোনেম শাহরিয়ার হাসান মুন, সামিউজ্জামান সামি, আসিফ হোসেন, রেহানুল লাভলী, সাব্বির হোসেন, আরিফুল ইসলাম আরিফ, অহিদুল ইসলাম আকাশ, বাধন মিয়া, আজিজুল হক, ওবায়দুল হোসেন, সোলায়মান হাবিব।

মামলার এজাহারে বলা হয়, ২০২২ সালে ঢাবির নবগঠিত সোহেল-আরিফ কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্যের সঙ্গে দেখা করতে গেলে স্যার এ এফ রহমান হলের সামনে অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ। এতে আরিফুল ইসলামসহ কয়েকজন আহত হন। মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ছাত্রদল নেতারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.