জয়ে সুপার এইটে যাত্রা শুরু দক্ষিণ আফ্রিকার

0
17

টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৮ রানে জিতেছে এইডেন মারক্রামের দল। ১৯৪ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে তারা থামিয়ে দেয় ১৭৬ রানে।

গ্রুপ পর্বে নিষ্প্রভ কুইন্টন ডি কক সুপার এইটে প্রথম ম্যাচেই ছড়ালেন আলো। তার বিস্ফোরক ফিফটি এবং এইডেন মারক্রাম ও হাইনরিখ ক্লসেনের কার্যকর ইনিংসে বড় পুঁজি গড়ে দক্ষিণ আফ্রিকা। রান তাড়ায় চমৎকার ব্যাটিংয়ে যুক্তরাষ্ট্রকে অবিশ্বাস্য এক জয়ের আশা দেখালেন আনড্রিস হাউস। কিন্তু শেষ পর্যন্ত দলকে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছাতে পারেন নি।

দক্ষিণ আফ্রিকার ১৯৪ রানের ৭৪-ই আসে ডি ককের ব্যাট থেকে। ৪০ বলে ৭ চার ও ৫টি ছক্কার মারে ইনিংস সাজান তিনি। তবে আরেক ওপেনার রেজা হেনড্রিক্স ১১ বলে ১১ রান করে আউট হন সৌরভ নেত্রভালকারের ওভারে। এরপর মারক্রাম সঙ্গ দেন ডি কককে। ৩২ বলে দলপতি করেন ৪৬ রান। শেষদিকে ২২ বলে হেইনরিখ ক্লাসেন ৩৬ ও স্টাবস ২০ রান করেন। যুক্তরাষ্ট্রের হয়ে ২টি করে উইকেট নেন নেত্রভালকার ও হারমিত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.