জব্দ করা হেরোইন হয়ে গেল আচার!

0
104
আদালতে খোলা জব্দকৃত প্যাকেট

প্রায় ৩ বছর আগে এক কেজি ২৯০ গ্রাম হেরোইন জব্দ করেছিল র‍্যাব। এ ঘটনায় নাটোর সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করে র‍্যাব–৫। মঙ্গলবার মামলার যুক্তিতর্কের দিন ধার্য ছিল। কিন্তু যুক্তিতর্ক শুরুর আগে জব্দকৃত আলামত খুলে দেখা যায়, সেগুলো আচারের প্যাকেট!

এ ঘটনার ব্যাখ্যা দিতে মামলার তদন্ত কর্মকর্তাকে আগামী ২৫ জুলাই সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দিন।

নাটোর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, ২০২১ সালের ৪ সেপ্টেম্বর নাটোর সদর উপজেলার একডালা এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশিকালে মাসুম নামে এক যুবককে আটক করে র‍্যাব–৫। এ সময় মাসুমের কাছে ৭টি প্যাকেটে ১ কেজি ২৯০ গ্রাম হেরোইন সদৃশ পাউডার পাওয়া যায়।

এ ঘটনায় র‍্যাবের ডিএডি রাজিব বাহাদুর বাদী হয়ে নাটোর সদর থানায় মাদক আইনে একটি মামলা করেন। ওই মামলায় মাসুম বর্তমানে কারাগারে রয়েছেন।

সিরাজুল ইসলাম বলেন, এ মামলায় এরই মধ্যে ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। মঙ্গলবার মামলার যুক্তিতর্কের দিন ধার্য ছিল। তার আগে আসামির অনুরোধে সিলগালা করা আলামতের প্যাকেট খোলা হয়। কিন্তু আলামতের প্যাকেট খুলে আচার সদৃশ বস্তু পাওয়া যায়।

আদালতের পিপি জানান, যুক্তিতর্কের আগের দিন জেলা জজ কারাগার পরিদর্শনে গিয়েছিলেন। এ সময় মামলার আসামি মাসুম জজকে প্যাকেটগুলো খুলে দেখার অনুরোধ জানান। মঙ্গলবার আদালতে যুক্তিতর্কের দিন জজের নির্দেশে জব্দকৃত প্যাকেটগুলো খুলে দেখা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.