জনগণের টাকায় বড় হয়েছি, তাই তাদের প্রতি দায়িত্ব রয়েছে: শিক্ষা উপদেষ্টা

0
9
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার

সমাজ আমাকে দিয়েছে। এখন যতটুকু সম্ভব সমাজকে দেয়ার সময় এসেছে। জনগণের টাকায় বড় হয়েছি, তাই তাদের প্রতি একটা দায়িত্ব রয়েছে— এমন মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।

বুধবার (৫ মার্চ) দায়িত্ব নেয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষা মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর মধ্য একটা। এটি বিশাল দায়িত্ব। কারণ প্রত্যন্ত অঞ্চলের একটি স্কুলছাত্রও এই মন্ত্রণালয়ের অংশ। অভিজ্ঞতা না থাকার পরও প্রধান উপদেষ্টা আমার ওপর আস্থা রেখেছেন। এ সময় সবাইকে সাথে নিয়ে দায়িত্ব পালন করার কথা জানান তিনি।

তিনি আরও বলেন, শিক্ষা বৈষম্যহীন সমাজ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন। এটিন আমাদের ভিত্তি গড়ে দেয়। শিক্ষা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন, আত্ম উন্নয়নের পথ এবং আর্থসামাজিক ও প্রযুক্তিভিত্তিক উন্নয়নে সহায়ক। এছাড়াও শিক্ষা মূল্যবোধসম্পন্ন নাগরিক তৈরির উপায় হবে।

ভবিষ্যতে ছাত্র-ছাত্রীরা দেশের মধ্যেই ভবিষ্যত গড়তে পারবে জানিয়ে তিনি বলেন, এ দেশেই শিক্ষার্থীরা তাদের ভবিষ্যত দেখতে পাবে। এটি দুই-পাঁচ বছরে করা সম্ভব না হলেও এর ভিত্তি গড়তে হবে। তবে এই ৮ থেকে ১০ মাসের মধ্যে অনেককিছুই কার্যকর করা সম্ভব। পাশাপাশি স্বল্পমেয়াদী বিষয়গুলোকে চিহ্নিত করে কাজ করার কথাও জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.