যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ফার্ম স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ, রিয়ানার পারফরম্যান্স দেখতে তর সইছিল না। গায়িকাও নিরাশ করেননি। তবে তাঁর গান ছাপিয়ে অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণায়।
এদিন আপাদমস্তক লাল জাম্পস্যুটে হাজির হয়েছিলেন রিয়ানা। পারফরম্যান্সের শুরুতেই বেবি বাম্প দেখান, মুহূর্তেই শোরগোল পড়ে যায় দর্শকদের মধ্য। আবেগমাখা কণ্ঠে রিয়ানা বলেন, ‘মনে সঙ্গে আরেকজনকে নিয়ে এসেছি, আমি নিশ্চিত নই। দেখা যাক।’ অনুষ্ঠান শেষে অবশ্য গায়িকার প্রতিনিধি ভ্যারাইটিকে নিশ্চিত করেন দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন তিনি। গত বছরই সঙ্গী র্যাপার এসাপ রকির ঔরসে প্রথমবারের মতো মা হন। ২০২২ সালের মে মাসে পুত্রসন্তানের বাবা-মা হন তাঁরা।
রিয়ানা পারফরম্যান্স শুরু করেন ‘বিচ বেটার হ্যাভ মাই মানি’ দিয়ে, শেষ করেন ‘ডায়মন্ড’ দিয়ে। মাঝে সময়টাতে শোনান তাঁর বহুল চর্চিত ‘অনলি গার্ল (ইন দ্য ওয়ার্ল্ড)’, ‘ওয়ার্ক’, ‘আমব্রেলা’র মতো গান।
সুপার বৌল হাফটাইমে পারফর্মের সময় আগে অনেক নামীদামি শিল্পীই অতিথি শিল্পীকে নিয়ে এসেছেন। তবে রিয়ানা এসেছিলেন একা। মঞ্চ মাতাতে তিনি যে একাই যথেষ্ট, তা কে না জানে।

এর আগে সুপার বৌল হাফটাইমে গাওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন রিয়ানা। ন্যাশনাল ফুটবল লিগের বর্ণবৈষম্য নিয়ে খবর হওয়ার প্রতিবাদেই এ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে এবার এসে বার্বাডোজে জন্ম নেওয়া গায়িকা বললেন, ‘উপস্থিতি গুরুত্বপূর্ণ। আমার ছেলে এটা দেখেছে, যা খুবই গুরুত্বপূর্ণ’। ২০১৬ সালে ‘অ্যান্টি’ অ্যালবাম মুক্তির পর থেকেই গান থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন রিয়ানা। এরপর মন দেন ব্যবসায়। তাঁর ব্যবসা ফুলে–ফেঁপে উঠেছে, এই সময়ের গায়িকা হিসেবে বিলেওনিয়ার হয়েছেন; তবে গানে ফেরা হয়নি। সুপার বৌলে পারফরম্যান্স দিয়ে যেন সব আক্ষেপ ভুলিয়ে দিলেন রিয়ানা।