৪ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি ও লঞ্চ চলাচল শুরু

0
123

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে আজ রোববার সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ১১টা পর্যন্ত সোয়া ৪ ঘণ্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকার আবার শুরু হয়েছে। এ সময় ফেরি ও লঞ্চ পারাপার যাত্রীদেরকে ঘাট এলাকায় এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

আরিচা অফিসের বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৬টার দিকে এ নৌ-রুটে ঘন কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে ফেরি ও লঞ্চসহ সব নৌ-যান চলাচল বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘন কুয়াশার কারণে ফেরিগুলো নৌ-দুর্ঘটনা এড়াতে ঘাট এলাকায় নোঙর করে বেঁধে রাখা হয়। এ নৌ-রুটে ১০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

এ ছাড়া, আরিচা-কাজীরহাট নৌ-রুটে ঘন কুয়াশার কারণে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধথাকার পর আবার চলাচল শুরু করা হয়েছে। এ নৌ-রুটে ৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির এজিএম আব্দুস সালাম জানান, আজ সকাল সাড়ে ৬টার দিকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে নৌ-দুঘর্টনা এড়াতে সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ১১টা পর্যন্ত সোয়া ৪ ঘণ্টা পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীর হাট নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ থাকার পর আবার চলাচল শুরু হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.