রাহুলের শাস্তি হল, এখন বিজেপি নেত্রী খুশবুর কি হবে

0
117
খুশবু সুন্দর, ছবি: টুইটার থেকে নেওয়া

নিজের পুরোনো টুইট ভাইরাল হওয়ার ঘটনায় খুশবু বলেছেন, কংগ্রেস তাঁর পুরোনো টুইট সামনে আনতে উঠেপড়ে লেগেছে। তিনি বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘কংগ্রেস পার্টি আমার একটি পুরানো টুইট তুলে ধরে দেখাচ্ছে, তারা কতটা মরিয়া।

কংগ্রেস পার্টিতে থাকা অবস্থায় করা ‘মোদি’কে নিয়ে করা ওই টুইটের জন্য আমি মোটেও লজ্জিত নই। আমি তখন শুধু নেত্রীকে অনুসরণ করতাম এবং দলের ভাষায় কথা বলতাম।’

চার বছর আগে, ২০১৯ সালে কর্নাটক রাজ্যের কোলার শহরের লোকসভা নির্বাচনী প্রচারের সময় রাহুল ‘মোদি’ পদবি নিয়ে মন্তব্য করেছিলেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘চৌকিদার চোর’। তিনি বলেছিলেন, ‘সব মোদিরা কেন চোর হয়’। সব চোরের কীভাবে অভিন্ন পদবি মোদি হয়। তাঁর এই বক্তব্য নিয়ে বিজেপির বিধায়ক ও গুজরাটের সাবেক মন্ত্রী পুরনেশ মোদি মামলা করেন। মামলায় অভিযোগ করেন, রাহুলের এই বক্তব্যের মাধ্যমে ‘মোদি’ পদবির সব মানুষের অপমান হয়েছে।

এ মামলায় ২৩ মার্চ রাহুলকে দুই বছরের সাজা দেন ভারতের আদালত। পরে আজ তাঁর লোকসভা সদস্য পদ খারিজ হয়ে যায়। এই সাজা হয়েছে আইন মেনেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের সুরাট নিম্ন আদালতের বিচারকের এই রায় কতটা যৌক্তিক বা কতখানি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, সেই বিতর্কের অবসান ঘটবে উচ্চ আদালতে।

এরপরই কংগ্রেসের সমর্থকেরা খুশবুর ওই টুইটের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। তারা সেখানে বিজিপের বিধায়ক ও গুজরাটের সাবেক মন্ত্রী পুরনেশ মোদির কাছে জানতে চেয়েছেন, তিনি এখন খুশবু সুন্দরের বিরুদ্ধে মামলা করবেন কি না?

চার বছর আগে, ২০১৯ সালে কর্নাটক রাজ্যের কোলার শহরের লোকসভা নির্বাচনী প্রচারের সময় রাহুল ‘মোদি’ পদবি নিয়ে মন্তব্য করেছিলেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘চৌকিদার চোর’। তিনি বলেছিলেন, ‘সব মোদিরা কেন চোর হয়’। সব চোরের কীভাবে অভিন্ন পদবি মোদি হয়। তাঁর এই বক্তব্য নিয়ে বিজেপির বিধায়ক ও গুজরাটের সাবেক মন্ত্রী পুরনেশ মোদি মামলা করেন। মামলায় অভিযোগ করেন, রাহুলের এই বক্তব্যের মাধ্যমে ‘মোদি’ পদবির সব মানুষের অপমান হয়েছে।

এ মামলায় ২৩ মার্চ রাহুলকে দুই বছরের সাজা দেন ভারতের আদালত। পরে আজ তাঁর লোকসভা সদস্য পদ খারিজ হয়ে যায়। এই সাজা হয়েছে আইন মেনেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের সুরাট নিম্ন আদালতের বিচারকের এই রায় কতটা যৌক্তিক বা কতখানি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, সেই বিতর্কের অবসান ঘটবে উচ্চ আদালতে।

এরপরই কংগ্রেসের সমর্থকেরা খুশবুর ওই টুইটের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। তারা সেখানে বিজিপের বিধায়ক ও গুজরাটের সাবেক মন্ত্রী পুরনেশ মোদির কাছে জানতে চেয়েছেন, তিনি এখন খুশবু সুন্দরের বিরুদ্ধে মামলা করবেন কি না?

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.