বাইডেনের মন্তব্যে ক্ষুব্ধ হামাস

0
118
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও গাজা উপত্যকায় বসবাসকারী ফিলিস্তিনিদের সম্পর্কে যে তীর্যক মন্তব্য করেছেন তার কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গাজাভিত্তিক এই সংগঠনটি।

এক বিবৃতিতে হামাস বলেছে, ‘যে সময় ইহুদিবাদী ইসরায়েলের সেনারা গাজা ও পশ্চিম তীরের নিরীহ জনগণের ওপর বর্বর হত্যাযজ্ঞ চালাচ্ছে তখন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের এমন তীর্যক মন্তব্য আমরা প্রত্যাখ্যান করছি। আমরা এর নিন্দা জানাই।’

মঙ্গলবার বাইডেন ইসরাইলের ভেতরে হামাস এবং অন্যান্য প্রতিরোধকামী সংগঠনের সদস্যদের আকস্মিক ও বিশালাকারের সামরিক অভিযানের নিন্দা করে বলেন, ‘হামাস ফিলিস্তিনি জনগণের মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণাধিকারের পক্ষে দাঁড়ায়নি। তাদের উদ্দেশ্য হল ইসরায়েলকে ধ্বংস করা এবং ইহুদিদের হত্যা করা।’

এর জবাবে হামাস বলেছে, বাইডেনের মন্তব্য জায়নবাদী শাসকদের অপরাধ ও সন্ত্রাসবাদকে আড়াল করেছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী বাহিনীর গণহত্যা এবং ঠাণ্ডা মাথার হত্যাকাণ্ড সম্পর্কে কোনো কথা না বলায় হামাস মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে।

প্রতিরোধকামী সংগঠনটি বলেছে, বাইডেনের এ বক্তব্যে সংঘাত আরও বাড়বে।

সূত্র: পার্স টুডে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.