ছিনিয়ে নেওয়া পিকআপে ঘুরে ডাকাতির অভিযোগে ঢাকায় গ্রেপ্তার ৪

0
123

ছিনিয়ে নেওয়া পিকআপে ঘুরে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ডাকাতির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে ঢাকার মহাখালী থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ১২ মে ভোরে পুলিশের বিশেষ শাখার কনস্টেবল নার্গিস আক্তার রিকশায় করে কর্মস্থলে যাওয়ার পথে রাজারবাগ এলাকার ছিনতাইয়ের শিকার হন। একটি পিকআপে করে ছিনতাইকারীরা আসে। দুজন গাড়ি থেকে নেমে অস্ত্র দেখিয়ে তাঁর গলায় থাকা স্বর্ণের একটি চেইন, নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় তিনি পল্টন থানায় মামলা করেন। এ মামলার তদন্ত করতে গিয়েই ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পাঁচ–ছয় দিন আগে ডাকাত দলটি একটি পিকআপ ভ্যান ছিনতাই করে। এরপর সেটি নিয়ে তারা গভীর রাতে ঢাকার বিভিন্ন এলাকায় ডাকাতি করেছিল।

গ্রেপ্তার চারজন হলেন সোহেল, আক্তার ওরফে সোহরাব, আবির হোসেন ওরফে রাসেল ও মো. রনি। তাঁদের বয়স ২৫ থেকে ৩২ বছরের মধ্যে। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক ডাকাতির মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, সর্বশেষ চার দিনে তাঁরা চারটি ডাকাতির কথা স্বীকার করেছেন। তাঁদের লক্ষ্যবস্তু পথচারী ও রিকশার যাত্রী। অস্ত্রের ভয় দেখিয়ে তাঁরা ডাকাতি করছিলেন। তাঁদের কাছ থেকে দেশীয় বিভিন্ন অস্ত্র, পিকআপসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.