‘যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ/ মরিবার হল তার সাধ।’ চাঁদের সঙ্গে মানবমনের বিষণ্ণতা ও উৎফুল্লতার যোগাযোগ বুঝতে জীবনানন্দ দাশের ‘আট বছর আগের একদিন’ কবিতা পড়তে হয় না, ভরা পূর্ণিমায় আকাশে তাকালেই চলে। আকাশে তাকিয়ে মুগ্ধ হওয়ার মতোই এক চাঁদ দেখা গেল সোমবার।
এদিন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দেখা গেছে দারুণ উজ্জ্বল চাঁদ। জুলাই মাসের এই সুপারমুন বা পূর্ণচাঁদ তিনদিন দেখা যাবে বলে জানিয়েছে নাসা। এই চাঁদ পৃথিবীর চারপাশে নিজের কক্ষপথে স্বাভাবিকের চেয়ে কাছাকাছি থাকবে। সুপারমুন তখনই ঘটে যখন চাঁদ তার কক্ষপথে পৃথিবীর সবচেয়ে নিকটতম বিন্দুতে থাকে এবং তার ভরা পূর্ণিমা পর্ব চলে।
ওল্ড ফার্মার্স অ্যালমান্যাক নামে আমেরিকার কৃষি ও জ্যোতির্বিদ্যা বিষয়ক জার্নালের তথ্যানুসারে, সোমবার বাংলাদেশে বিকেল ৫টা ৩৯ মিনিটে চাঁদ সবচেয়ে বেশি উজ্জ্বল ছিল।
বিবিসি এক আর্টিকেলে গত রোববার ও সোমবার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তোলা চাঁদের কিছু ছবি পোস্ট করেছে। চলুন দেখে নেওয়া যাক মায়াবী এ চাঁদ।
সোমবার গ্রিসের প্রাচীন টেম্পল অব পজাইডনের ওপর ভরা পূর্ণিমার চাঁদ।