সুইজারল্যান্ডের নিওনে অনুষ্ঠিত হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ড্র। যেখানে রিয়াল শেষ আটে পেয়েছে চেলসিকে। ইন্টার মুখোমুখি হবে বেনফিকার। তৃতীয় কোয়ার্টার ফাইনালে ম্যানসিটির প্রতিপক্ষ বায়ার্ন। নাপোলি খেলবে এসি মিলানের বিপক্ষে।
একই সঙ্গে সেমিফাইনালে কোন দল কাকে খেলবে, সেই লাইনআপও নির্ধারণ করা হয়েছে। প্রথম কোয়ার্টার ফাইনালের জয়ী দলের সঙ্গে খেলবে তৃতীয় কোয়ার্টার ফাইনাল জয়ী দল। অর্থাৎ, রিয়াল-চেলসি ম্যাচের বিজয়ী দল মুখোমুখি হবে ম্যানসিটি-বায়ার্ন ম্যাচের জয়ী দল।
অন্যদিকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল খেলবে চতুর্থ কোয়ার্টার ফাইনালিস্ট জয়ী দলের বিপক্ষে। অর্থাৎ, ইন্টার-বেনফিকা ম্যাচের জয়ী দল খেলবে নাপোলি-মিলান ম্যাচ জয়ী দলের সাথে।
দুই সেমিফাইনাল বিজয়ী ক্লাব ইস্তানবুলে আগামী ১০ জুন শিরোপার লড়াইয়ে নামবে। প্রথম লেগ হবে ১১-১২ এপ্রিল। দ্বিতীয় লেগের খেলা হবে ১৮-১৯ এপ্রিল।