চট্টগ্রামে রেললাইনের পাশে টায়ারের গুদামে আগুন, ট্রেন চলাচল বন্ধ

0
77
দেওয়ানহাট ব্রিজ এলাকায় টায়ারের গুদামে আগুনের কারণে চট্টগ্রাম স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে

চট্টগ্রাম নগরের দেওয়ানহাট ব্রিজ এলাকায় টায়ারের গুদামে আগুন লেগেছে। সতর্কতায় চট্টগ্রাম স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। আজ শনিবার বেলা ১টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

রেলওয়ের নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রেললাইনের পাশে আগুন লাগার কারণে নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এই সময় ঢাকা থেকে চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশনে প্রবেশ করার কথা ছিল। কিন্তু ট্রেনটিকে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে চট্টগ্রাম জংশন কেবিনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম থেকে ঢাকামুখী মহানগর এক্সপ্রেস ও ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস স্টেশন ছেড়ে যায়নি।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনমাস্টার জাফর আলম  বলেন, দেওয়ানহাট ব্রিজ এলাকায় টায়ারের গুদামে আগুন লেগেছে। রেললাইনের পাশেই গুদাম অবস্থিত। আগুনের কারণে ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। এ জন্য মহানগর এক্সপ্রেস ও বিজয় এক্সপ্রেস বিলম্বে ছাড়তে হবে। আর নিরাপত্তার স্বার্থে সোনার বাংলা এক্সপ্রেস জংশন কেবিনে যাত্রীসহ দাঁড় করিয়ে রাখা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসলে পরিস্থিতি অনুযায়ী ট্রেন চালানো হবে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, টায়ারের গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নির্বাপণের জন্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.