চোটে ভোগা চারজনকে নিয়েই অজিদের বিশ্বকাপ দল

0
122
অস্ট্রেলিয়া বিশ্বকাপ দল

বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করতে শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো। এবার দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া। ১৮ সদস্যের দল আগেই দিয়েছিল তারা। এখান থেকে কাটা ছেঁড়া করে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

দলে নেই বড় কোনো চমক। তবে চোটের সঙ্গে লড়াই করা চার ক্রিকেটার- প্যাট কামিন্স, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েলকে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার স্কোয়াডে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আশাবাদী, তারা সবাই সময়মতো সুস্থ হয়ে উঠবেন। তাই তাদেরকে অন্তর্ভুক্ত করেই ঘোষণা করা হয়েছে বিশ্বকাপের দল।

অ্যাশেজ সিরিজে হাতে চোট পেয়েছিলেন কামিন্স। একই সিরিজে স্মিথ কবজিতে চোট পেয়েছেন। দুইজনই ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে। তাছাড়া গোড়ালিতে চোট আছে ম্যাক্সওয়েলের এবং কুঁচকির সমস্যায় ভুগছেন স্টার্ক।

আগামীকাল থেকে দক্ষিণ আফ্রিকা বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। এই সিরিজেও থাকছেন না কামিন্স, স্মিথ, স্টার্ক ও ম্যাক্সওয়েল। প্রোটিয়াদের বিপক্ষে অজিদের নেতৃত্ব দেবেন পেস অলরাউন্ডার মিচেল মার্শ।

বুধবার ঘোষিত জায়গা হয়নি ১৮ সদস্যের প্রাথমিক দলে থাকা তিন জনের। তারা হলেন পেসার ন্যাথান এলিস, লেগ স্পিনার তানভীর স্যাঙ্গা ও অলরাউন্ডার অ্যারন হার্ডির। তাদের মধ্যে স্যাঙ্গা ও হার্ডির এখনও ওয়ানডে অভিষেক হয়নি। এলিস এই সংস্করণে খেলেছেন মাত্র চারটি ম্যাচ।

ভারতে ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৮ অক্টোবর। চেন্নাইয়ে সেদিন স্বাগতিকদের মুখোমুখি হবে দলটি।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল: প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিস, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, জন ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাশটন অ্যাগার, অ্যাডাম জ্যাম্পা, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক ও শন অ্যাবট।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.