চোখের ইশারায় পাগল করা প্রিয়া এখন কোথায় আছেন, কেমন আছেন?

0
156
প্রিয়া প্রকাশ বারিয়া।

প্রিয়া প্রকাশ বারিয়া। দক্ষিণী ছবির গানের দৃশ্যে তাকে দেখা গিয়েছিল চোখের ইশারা করতে। তারপর নায়কের উদ্দেশে ছুড়ে দিয়েছিলেন চুম্বন। তাতেই বাজিমাত। রাতারাতি ভাইরাল হওয়া এই অভিনেত্রী পরিচিতি পান ‘উইঙ্ক গার্ল’ হিসাবে।

গত চার বছরে অভিনয় করেছেন হাতেগোনা কয়েকটি ছবিতে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুগ্ধ অনুরাগী ক্রমাগত বাড়ছেই। ইতোমধ্যে ইনস্টাগ্রামে প্রিয়ার ফলোয়ার সংখ্যা ৭৬ লাখ ছাড়িয়েছে।

সম্প্রতি প্রিয়ার বিকিনি পরা ছবি উত্তাপ ছড়িয়েছে। নীল সাগরের জলোচ্ছ্বাসের মধ্যে হলুদ রঙের বিকিনি পরা ছবিটি ইনস্টাগ্রামে রীতিমতো ঝড় তুলেছে।

বিকিনি পরে যেখানে প্রিয়া ছবিটি তুলেছেন সেই জায়গাটিও ভীষণ পরিচিত। থাইল্যান্ডের ফুকে।  তবে কি ‘উইঙ্ক গার্ল’ কোনো ছবির শুটিংয়ে গিয়েছেন? ছবিটি কি তারই ঝলক? এমন প্রশ্ন নিয়ে অপেক্ষায় ছিলেন অনেকেই।

তবে প্রিয়া নিজে থেকেই কৌতূহল মিটিয়ে জানান, বান্ধবীদের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন তিনি। ভ্রমণের বিভিন্ন মুহূর্তের ছবি এবং ভিডিও শেয়ার করেছেন অনুরাগীদের জন্য।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ১৯৯৯ সালের ২৮ অক্টোবর ভারতের কেয়ারালায় জন্ম প্রিয়ার। সেখানেই স্কুল-কলেজের গণ্ডি পেড়িয়ে অভিনয় শুরু। ২০১৮ সালে ‘থানাহা’ নামের ছবির গানের দৃশ্যে ক্যামিয়ো চরিত্রে প্রথম অভিনয় করতে দেখা যায় তাকে।

এক বছর পর ২০১৯ সালে ‘ওরু আদর লাভ’ নামে মালয়ালম ছবির মাধ্যমে প্রথম মুখ্যচরিত্রে অভিনয়ের সুযোগ পান। এই ছবির গানের দৃশ্যেই চোখের ইশারায় ঝড় তুলেছিলেন প্রিয়া।

অভিনয়ের পাশাপাশি সংগীতেও দখল আছে তার। ‘ফাইনালস’ নামের একটি মালয়ালম ছবিতে গানও গেয়েছেন তিনি।

‘চেক’, ‘ইশক: নট অ্যা লভ স্টোরি’র মতো তেলুগু ছবি এবং ‘৪ ইয়ার্স’, ‘লাইভ’ ও ‘কোল্লা’র মতো মালয়ালম ছবিতে অভিনয় করেছেন প্রিয়া। এ বছরের জুলাই মাসে তেলুগু ভাষার ছবি ‘ব্রো’ মুক্তি পেয়েছে। এই ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাকে।

‘লাভ হ্যাকার্স’ নামে একটি হিন্দি ছবিতেও দেখা যাবে প্রিয়াকে। ময়ঙ্ক প্রকাশ শ্রীবাস্তব পরিচালিত-প্রযোজিত সিনেমার কিছু অংশ রাশিয়ায় শুট করা হয়েছে। সব মিলিয়ে সময় যাচ্ছে ভালোই প্রিয়ার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.