অভিনয় বা মডেলিংয়ের বাইরে আপনি আর কিছু করেন?
এটাই আমার ভালো লাগার অন্য কারণ। আমি শুধু অভিনয় করেই এত দূর এসেছি। তা ছাড়া অন্য কোনো ব্যবসা বা কোনো আর্থিক খাত থেকে আয় করি না। শিল্পী হিসেবে আয় দিয়েই গুণী মানুষদের সঙ্গে জায়গা করে নিতে পেরেছি। নিজেকে সম্মানিত বোধ করছি।
আগে কখনো এ বিষয়ে আগ্রহী ছিলেন? কারা হচ্ছেন তারকাদের মধ্যে সেরা করদাতা, এসব বিষয়ে?
প্রতিবারই দেখতাম সরকারের কাছ থেকে এ সম্মান কারা পাচ্ছেন। এর মধ্য দিয়ে আমাদের সহকর্মীদের কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়া দেখতাম। সঠিকভাবেই তাঁরা সরকারকে ট্যাক্স দিচ্ছেন। সচেতন নাগরিক হিসেবে তারা দায়িত্ব পালন করে যাচ্ছে। তখন আমারও তাদের মতো হওয়ার ইচ্ছা ছিল। এবার করদাতার তালিকায় নিজের নাম দেখে খুশি। চেষ্টা থাকবে সব সময়ই যেন এ তালিকায় নাম থাকে।
শিল্পী হিসেবে কোনো দায়বদ্ধতা…
সব সময়ই করতাম। শিল্পী হিসেবে দর্শকদের জন্য কিছু করতে পারছি। তারা আমাকে মেহজাবীন হিসেবে চেনে। কিন্তু দেশের জন্য শিল্পী হিসেবে কি দিতে পারছি। এবার ভাবব, দেশের জন্য কিছু করেছি। ধারাবাহিকভাবেই আমি কর দিই। এই ধারাটা সামনে অব্যাহত থাকবে। নিজ জায়গা থেকে নাগরিক দায়িত্ব পালন করে যাব।
কাজে দীর্ঘ একটা সময়ের বিরতি দিয়েছেন। ফেসবুক গ্রুপগুলোতে আপনার ভক্তরা প্রায়ই লেখেন, কেন এতটা সময়ের বিরতি, কেন কাজ কম করছেন?
আমার ভক্তরাই চেয়েছে আমি যেন কাজ কম করি। অনেক সময় এটাও শুনেছি একটু বাছবিচার করে কাজ করার কথা। নিজেও একটু বাছবিচার করে কাজ করতে চেয়েছি। এ কারণে সময় নিচ্ছি।
ঈদনাটকের শুটিংগুলো কিছুটা আগেই শুরু করেন, আগামী ঈদের জন্য পরিকল্পনা কী?
এখনো তেমন কোনো পরিকল্পনা শুরু করিনি। নতুন বছরের শুরুর দিকে পরিকল্পনা করব।
বর্তমান ব্যস্ততা কী নিয়ে?
প্রতিষ্ঠানের বেশ কিছু বিজ্ঞাপনের শুটিং করব। এই প্রতিষ্ঠানগুলোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি। এ ছাড়া অনেক চিত্রনাট্য জমেছে, সেগুলো পড়ছি। এর মধ্য থেকে বেছে কাজ শুরু করব।