চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও বৃষ্টি বাগড়া দিয়েছে। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড টুইট বার্তায় জানিয়েছে, টসে বিলম্ব হবে।
ক্রিকইনফোর ধারা বিবরণীতে বলা হয়েছে, চেমসফোর্ডে প্রায় দুই ঘণ্টা বৃষ্টি হয়েছে। তবে ওই বৃষ্টি থেমে যাওয়ায় আম্পায়াররা মাঠ পরিদর্শনে নেমেছিলেন। পরে আবার বৃষ্টি আসায় মাঠ ঢেকে দেওয়া হয়েছে। বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে।
এর আগে বৃষ্টিতে দুই দলের প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়েছে। যে কারণে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ শেষ হয়ে গেছে আইরিশদের। দ্বিতীয় ম্যাচেও বৃষ্টি বিঘ্ন ঘটানোর জোরালো সম্ভাবনার কথা বলা হয়েছিল। দ্বিতীয় ওয়ানডে ম্যাচও ভেসে যাবে না আগ বাড়িয়ে বলার সুযোগ নেই।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, এবাদত হোসেন।