
চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের একটি রাসায়নিক কারখানায় আজ মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। তবে হতাহতের বিষয়ে এখনো কোনো তথ্য জানানো হয়নি। ঘটনার কারণ অনুসন্ধানে কর্তৃপক্ষ কাজ করছে।
তবে চীনের রাষ্ট্রপরিচালিত সংবাদমাধ্যম দ্য পেপারকে স্থানীয় একটি হাসপাতাল জানিয়েছে, বিস্ফোরণে আহত কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এ বিষয় তারা বিস্তারিত তথ্য জানাতে অস্বীকৃতি জানিয়েছে।
আজ দুপুরের ঠিক আগে চীনের ওয়েইফাং শহরে শানডং ইউদাও কেমিক্যাল কোম্পানির একটি কারখানায় বিস্ফোরণ ঘটে। ঘটনার পর ২০০ জনের বেশি জরুরি কর্মী সেখানে ছুটে যান।
ডৌইনসহ (টিকটকের চীনা ভার্সন) চীনের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, আকাশে কমলা ও কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠে যাচ্ছে। রয়টার্স এসব ভিডিওর সত্যতা নিশ্চিত করেছে।
একটি ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের ভবনগুলোর জানালা ফ্রেমসহ ছিটকে পড়ে যায়।
আজ দুপুরে চীনের জরুরি সেবা বিভাগের এক বিবৃতিতে অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে আনা এবং হতাহতের সংখ্যা নিশ্চিত করতে উদ্ধারকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সরকারি মালিকানাধীন সংবাদমাধ্যম দ্য বেইজিং নিউজে প্রকাশিত ড্রোন ভিডিওতে দেখা যায়, রাসায়নিক কারখানাটির পাশাপাশি কাছের আরেকটি স্থাপনা থেকেও ধোঁয়া উঠছে।
বাইডুর ম্যাপ অনুযায়ী, ইউদাও রাসায়নিক কারখানার পাশে আরও কিছু কারখানা রয়েছে। যেমন একটি বস্ত্র প্রতিষ্ঠানের কারখানা, একটি যন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠান এবং একটি শিল্প রং প্রস্তুতকারক প্রতিষ্ঠান।
উইফাং পরিবেশ অধিদপ্তর বিস্ফোরণের স্থানে নমুনা পরীক্ষা করতে তাদের কর্মীদের পাঠিয়েছে। তবে এখনো কোনো পরীক্ষার ফল পাওয়া যায়নি বলে জানিয়েছে বেইজিং নিউজ। অধিদপ্তরটি আপাতত স্থানীয় বাসিন্দাদের মুখে মাস্ক পরার পরামর্শ দিয়েছে।
শানডং ইউদাও কেমিক্যালের মালিক হিমাইল গ্রুপ। একই গ্রুপের তালিকাভুক্ত প্রতিষ্ঠান ‘হিমাইল মেকানিক্যাল’-এর শেয়ারের দাম আজ মঙ্গলবার প্রায় ৩ দশমিক ৬ শতাংশ কমে যায়।
কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী, ২০১৯ সালের আগস্টে উইফাং শহরের গাওমি রেনহে কেমিক্যাল পার্কে ইউদাও কেমিক্যাল প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির কারখানা প্রায় ৪৭ হেক্টর (১১৬ একর) জায়গাজুড়ে বিস্তৃত এবং সেখানে ৩০০-এর বেশি কর্মী কাজ করেন।
রয়টার্স