তাইওয়ান ও ফিলিপিন্সে তাণ্ডব চালানোর পর টাইফুন গায়েমি আঘাত হেনেছে চীনে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে আছড়ে পড়ে ঝড়টি।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যায় চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে আছড়ে পড়েছে টাইফুন গায়েমি। এর প্রভাবে ভারি বৃষ্টিপাত দেখা দিয়েছে। এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি।
ঝড়ের কারণে সব ফ্লাইট বাতিল ও ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছে। একইসঙ্গে ভূমিধস এবং বন্যার পূর্বাভাস জারির পর আড়াই লাখেরও বেশি বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
টাইফুন গায়েমির কবলে পড়ে তাইওয়ান ও ফিলিপিন্সের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে।
বৈরি আবহাওয়ায় উত্তাল সাগর, উপকূলে আছড়ে পড়ছে বিশাল বিশাল ঢেউ। সাগরে সৃষ্ট টাইফুন গায়েমি ফিলিপিন্স ও তাইওয়ানে ধ্বংসযজ্ঞ চালানোর পর এটি চীনে আঘাত হেনেছে। বৃহস্পতিবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে ঘণ্টায় সর্বোচ্চ ১১৮ কিলোমিটার গতিতে ঝড়টি আছড়ে পড়ে।
এতে ভারি বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বয়ে যায় এলাকাজুড়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। ভেঙে গেছে বেশ কয়েকটি সেতু ও সংযোগ সড়ক। এতে চরম বিপাকে পড়েছেন বাসিন্দারা। এরমধ্যেই ঝড়ের কারণে সব ফ্লাইট বাতিল ও ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছে। এছাড়া ভূমিধস এবং বন্যার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দফতর।
এমনকি সর্বোচ্চ সতর্কতা জারি করে ফুজিয়ান প্রদেশে বসবাসকারী আড়াই লাখের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।