চীনে আঘাত হানলো টাইফুন গায়েমি

0
34
চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে আছড়ে পড়েছে টাইফুন গায়েমি। ছবি: রয়টার্স
তাইওয়ান ও ফিলিপিন্সে তাণ্ডব চালানোর পর টাইফুন গায়েমি আঘাত হেনেছে চীনে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে আছড়ে পড়ে ঝড়টি।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যায় চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে আছড়ে পড়েছে টাইফুন গায়েমি। এর প্রভাবে ভারি বৃষ্টিপাত দেখা দিয়েছে। এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি।

ঝড়ের কারণে সব ফ্লাইট বাতিল ও ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছে। একইসঙ্গে ভূমিধস এবং বন্যার পূর্বাভাস জারির পর আড়াই লাখেরও বেশি বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

টাইফুন গায়েমির কবলে পড়ে তাইওয়ান ও ফিলিপিন্সের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে।
 
বৈরি আবহাওয়ায় উত্তাল সাগর, উপকূলে আছড়ে পড়ছে বিশাল বিশাল ঢেউ। সাগরে সৃষ্ট টাইফুন গায়েমি ফিলিপিন্স ও তাইওয়ানে ধ্বংসযজ্ঞ চালানোর পর এটি চীনে আঘাত হেনেছে। বৃহস্পতিবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে ঘণ্টায় সর্বোচ্চ ১১৮ কিলোমিটার গতিতে ঝড়টি আছড়ে পড়ে।
 
এতে ভারি বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বয়ে যায় এলাকাজুড়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। ভেঙে গেছে বেশ কয়েকটি সেতু ও সংযোগ সড়ক। এতে চরম বিপাকে পড়েছেন বাসিন্দারা। এরমধ্যেই ঝড়ের কারণে সব ফ্লাইট বাতিল ও ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছে। এছাড়া ভূমিধস এবং বন্যার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দফতর।
 
এমনকি সর্বোচ্চ সতর্কতা জারি করে ফুজিয়ান প্রদেশে বসবাসকারী আড়াই লাখের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.