চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শুক্রবার

0
6
প্রেসিডেন্ট শি জিন পিং ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

চীন সরকারের আমন্ত্রণে চার দিনের সফরে বুধবার (২৬ মার্চ) চীনে যাবেন প্রধান উপদেষ্টা। সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে শুক্রবার (২৮ মার্চ) সকালে দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের। বৈঠকটি অনেক গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (২৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার চীন সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তার প্রেস সচিব শফিকুল আলম।

মূলত এ সফরে অর্থনৈতিক ব্যাপার সবচেয়ে বেশি গুরুত্ব পাবে, এছাড়াও কয়েকটি এমওই হওয়ার সম্ভাবনা আছে এ কথা জানিয়ে তিনি আরও বলেন, চীনের ব্যবসায়ী মহলের সঙ্গেও বৈঠক আছে।

এ সময় প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণ নিয়ে তিনি বলেন, তার ভাষণে মূলত স্বাধীনতা দিবস ও ঈদের শুভেচ্ছা ও সরকারের কার্যক্রম তুলে ধরবেন প্রধান উপদেষ্টা।

শফিকুল আলম বলেন, ভার‍ত-চীন সবাই আমাদের বন্ধু। ভারতের সঙ্গে আমাদের খুবই ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে৷

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.