চিকিৎসক ও সার্জনদের বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে, দ্রুতই কার্যকর হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম । মঙ্গলবার (১৩ মে) সকালে বিআইসিসিতে চক্ষু চিকিৎসক সমিতির বার্ষিক সভায় তিনি একথা বলেন।
তিনি জানান, সাত হাজার চিকিৎসককে প্রমোশন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়াও চিকিৎসক, সার্জনদের বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে বলে জানান তিনি। চিকিৎসক সময়মত হাসপাতালে যাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি। এ ছাড়াও চক্ষু চিকিৎসকদের মধ্যে যারা ভালো কাজ করছেন তাদের দায়িত্বশীল হবার প্রতি জোর দেন তিনি।
তিনি আরও বলেন, গ্রামের দিকে ভালো ডাক্তার নেই। তাদেরকে প্রয়োজনে সেখানে যেতে হবে। এছাড়াও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান স্বাস্থ্য উপদেষ্টা।