ঢাকা শহরের জনসংখ্যা ২ কোটি ১০ লাখ

0
130
ড্যাপের নতুন নীতির ভিত্তি হিসেবে বলা হচ্ছে, ঢাকার জনসংখ্যা ২০৩৫ সালে ২ কোটি ৬০ লাখে পৌঁছাবে

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছেন, ঢাকা শহরে মোট জনসংখ্যা ২ কোটি ১০ লাখ, যার সবাই ঢাকা ওয়াসার সেবা গ্রহণ করেছেন। তবে ওয়াসার মিটারভিত্তিক গ্রাহক ৩ লাখ ৮৭ হাজার।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংসদ সদস্য হাজি মো. সেলিমের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেলে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ঋতুভেদে ঢাকায় দৈনিক পানির চাহিদা ২১০-২৬০ কোটি লিটার, যার পুরোটাই ঢাকা ওয়াসা সরবরাহ করে থাকে। ঢাকা ওয়াসার দৈনিক পানি উৎপাদন সক্ষমতা ২৭৫-২৮০ কোটি লিটার।

সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় সারা দেশের মোট ৩ লাখ ৫৩ হাজার ৩৫২ কিলোমিটার সড়ক পাকা করার লক্ষ্যমাত্রা নির্ধারিত আছে। বর্তমানে সারা দেশে পাকা সড়কের দৈর্ঘ্য ১ লাখ ৪০ হাজার ৬৯৯ কিলোমিটার এবং কাঁচা সড়কের দৈর্ঘ্য ২ লাখ ১২ হাজার ৬৫৩ কিলোমিটার।

সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, সারা দেশে সমবায় কৃষকদের খেলাপি ঋণের পরিমাণ ১৪০ কোটি ৩৯ লাখ ৪৬ হাজার টাকা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.