চাকসু নির্বাচন: প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ

0
9

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে কমিশনের নিজস্ব ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকায় দেখা গেছে, জমা দেয়া মনোনয়নপত্রের মধ্যে ১৯ জনের প্রার্থীতা বাতিল হয়েছে। এর মধ্যে দুইজন ভিপি ও একজন জিএস রয়েছে।

নির্বাচন কমিশন বলছে, এটি চূড়ান্ত নয়। শিক্ষার্থীদের আপত্তি নিষ্পত্তির পর প্রার্থীতা আরও বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া প্রাথমিকভাবে বাতিল হওয়া প্রার্থীরা নিজেরাও প্রার্থীতা ফিরে পেতে আবেদন করতে পারবে। এতে তাদেরও কেউ কেউ নির্বাচনের সুযোগ পেতে পারে।

এর আগে, কেন্দ্র ও হল সংসদে নির্বাচনের জন্য ১ হাজার ১৬২ জন মনোনয়নপত্র সংগ্রহ করে। তার মধ্যে জমা দেয় ৯৩১ জন। ভিপি পদে ২৫, জিএস ও এজিএস পদে ২২ টি করে মনোনয়ন পত্র জমা পড়ে

শিক্ষার্থীদের আপত্তি নিষ্পত্তি ও সার্বিক ফলাফল বিশ্লেষণ শেষে আগামীকাল বা পরশু চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার কথা জানিয়েছ নির্বাচন কমিশন।

এদিকে নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ। ছাত্রদল, ছাত্রশিবির সমর্থিতসহ এখন পর্যন্ত অন্তত ১৩টি প্যানেল ঘোষণা করেছে শিক্ষার্থীরা।

উল্লেখ্য, এবারের চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৬৩৭ জন। আগামী ১২ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সবশেষ ১৯৯০ সালের ৮ নভেম্বর চাকসু নির্বাচন হয়েছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.