চাঁদে পানির অস্তিত্বের খোঁজে স্যাটেলাইট পাঠালো নাসা

0
10
চাঁদে পানির অস্তিত্বের খোঁজে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে নাসা

চাঁদে পানির অস্তিত্বের খোঁজে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে নাসা। ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস-এক্সের ফ্যালকন-নাইন রকেটে মহাকাশে পাঠানো হয় কৃত্রিম উপগ্রহটি। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার (২৬ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ কেনেডি সেন্টার থেকে উৎক্ষেপন করা হয় স্যাটেলাইটটি।

লুনার ট্রেইলব্লেজার স্পেসশিপ স্যাটেলাইটটি বহন করে। যেটির দৈর্ঘ্য সাড়ে তিন মিটার এবং ওজন ২শ’ কেজি। স্যাটেলাইটটি চাঁদের পৃষ্ঠ থেকে ১০০ কিলেমিটার উচ্চতায় অবস্থান করবে।

হাই রেজ্যুলেশনের ছবি তুলে পানি পাওয়ার সম্ভাব্য জায়গাগুলো চিহ্নিত করবে এই কৃত্রিম উপগ্রহ। এর আগে, চাঁদের সূর্যালোকিত অংশে সামান্য কিছু পানি পাওয়া যায়। তবে, ঠান্ডা ও অন্ধকারাচ্ছন্ন অংশে এবারই চলছে অনুসন্ধান। বিশেষজ্ঞরা বলছেন, বরফ আকারে বিপুল পরিমাণ পানি মেলার সম্ভাবনা রয়েছে ওই অংশে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.