চাঁদাবাজি মামলায় মাইকেল চাকমার ৮ বছরের কারাদণ্ড

0
19
চাঁদাবাজি মামলায় মাইকেল চাকমার ৮ বছরের কারাদণ্ড।

ইউপিডিএফ সশস্ত্র গ্রুপের কমান্ডার খ্যাত মাইকেল চাকমার বিরুদ্ধে চাঁদাবাজি মামলায় ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাঙ্গামাটির অতিরিক্ত জেলা জজ আদালত তার বিরুদ্ধে এ রায় দেন। একই মামলায় সুমন চাকমা নামে আরও একজনকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাঙ্গামাটির অতিরিক্ত জেলা জজ তাওহিদুল হক এই রায় দেন।

২০০৭ সালের ৩০ অক্টোবর সংঘটিত একটি চাঁদাবাজির মামলায় এ দুজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘ শুনানি শেষে আজ আদালত এ রায় প্রদান করেন।

সূত্র জানায়, ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা ও সুমন চাকমাকে সন্ত্রাস ও চাঁদাবাজি করার সময় ২০০৭ সালের ৩০ অক্টোবর নিরাপত্তা বাহিনী অস্ত্র ও টাকাসহ আটক করে লংগদু থানায় মামলাসহ হস্তান্তর করে।

মামলা দীর্ঘ সময় শুনানি শেষে বিশেষ ট্রাইবুনাল-২ অতিরিক্ত জেলা ও দায়রা জজ রাঙ্গামাটি গত ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখ মাইকেল চাকমাকে অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও হত্যার হুমকি, চাঁদাবাজি করায় ৭ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আদালত এ সময় উভয় ধারার সাজা একত্রে চলবে বলে রায় দেন। এ মামলার অপর আসামি সুমন চাকমাকে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের অপরাধে ৭ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। কিন্তু আসামি মাইকেল চাকমা এ সময় গুম থাকায় তার বিরুদ্ধে রায় কার্যকর করা যায়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.