চব্বিশের ৯ মাসে প্রায় ২১ হাজার কোটি টাকার খেলাপি ঋণ নবায়ন

0
14
টাকা

ব্যাংক খাতে ২০২৪ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে ২০ হাজার ৭৩২ কোটি টাকার খেলাপি ঋণ নবায়ন করা হয়েছে। যা ২০২৩ সালের একই সময়ে ছিল ১৮ হাজার ৮১০ কোটি টাকা।

আগের সব রেকর্ড ভেঙে গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

যদিও ডিসেম্বরভিত্তিক খেলাপি ঋণের আনুষ্ঠানিক তথ্য এখনো প্রকাশ করা হয়নি। আজ-কালের মধ্যে হতে পারে।
তবে অনানুষ্ঠানিক তথ্য অনুযায়ী, ব্যাংক খাতে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত খেলাপি ঋণ আরও বেড়ে প্রায় ৪ লাখ ৭৫ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলে খেলাপি কম দেখাতে নানারকম ছাড় দেয়া হয়। ঋণ পুনঃতফশিলের নীতিমালা সহজ করে ২০২২ সালে পুরো প্রক্রিয়া ব্যাংকের ওপর ছেড়ে দেয়া হয়েছিল। এরপর থেকে পুনঃতফশিলের জন্য আর কেন্দ্রীয় ব্যাংকে আসতে হচ্ছে না।

গত বছরের প্রথম ৯ মাসে সবচেয়ে বেশি খেলাপি ঋণ নবায়ন বা পুনঃতফশিল করেছে বেসরকারি খাতের ব্যাংকগুলো। যার পরিমাণ ১৭ হাজার ৯৬৩ কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো করেছে ১ হাজার ৬৫০ কোটি টাকা। বিশেষায়িত ব্যাংকগুলোর পুনঃতফশিল ঋণের পরিমাণ ১ হাজার ১২০ কোটি টাকা। তবে বিদেশি ব্যাংকগুলো এ সময় কোনো খেলাপি ঋণ পুনঃতফশিল করেনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.