চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের ছাদে চড়ে ক্যাম্পাসে ফেরার সময় গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ১৩ শিক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় চৌধুরীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা চবি উপাচার্যের বাসভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন।
জানা যায়, কয়েকদিন আগেই চৌধুরীহাট এলাকার একটি গাছের ডাল নুয়ে পড়ে। বৃহস্পতিবার বিকেলেও এক শিক্ষার্থী আহত হন। রাতে অন্ধকার থাকায় ক্যাম্পাসগামী ট্রেনের ছাদে থাকা শিক্ষার্থীরা গাছের ডালের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এ সময় কয়েকজন নিচে পড়ে যান। আহতদের ফতেয়াবাদ মেডিকেল ক্লিনিক ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। চেয়ার ভেঙে বিক্ষোভ করার সময় উপাচার্যের বাসভবনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে হুঁশিয়ারি দেন জানান শিক্ষার্থীরা।