চবির আবাসিক হল থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

0
119
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শামসুন নাহার আবাসিক হল থেকে শনিবার রোকেয়া খাতুন নামে এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবার বলছে, অসুস্থতার কারণে পরীক্ষা দিতে না পেরে রোকেয়া আত্মহত্যা করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন রোকেয়া। তার গ্রামের বাড়ি লালমনিরহাটে। শামসুন নাহার হলের ২১০ নম্বর কক্ষ থাকতেন তিনি।

হল কর্তৃপক্ষ জানায়, শনিবার বিকেল চারটার দিকে হলের মধ্যে গলায় ওড়না পেচিয়ে ‘আত্মহত্যার’ চেষ্টা করেন রোকেয়া। বিষয়টি জানতে পেরে সহপাঠীরা তাকে উদ্ধার দ্রুত বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক ডা. মুহাম্মদ টিপু সুলতান বলেন, ‘চারটার পরে শিক্ষার্থীরা এক ছাত্রীকে চিকিৎসাকেন্দ্রে নিয়ে আসেন। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেকে পাঠানো হয়।’

রোকেয়ার ভাই রুহুল বলেন, ‘আপু পাঁচ মাস ধরে অসুস্থ। এ কারণে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা দিতে পারেননি। পারিবারিক কিছু সমস্যাও রয়েছে। সব মিলিয়ে আপু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন।’

শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ ড. রকিবা নবী বলেন, ‘রোকেয়া কেন আত্মহত্যা করেছেন তা জানিনা। তবে অসুস্থতার কারণে পরীক্ষা দিতে না পারায় হতাশ ছিলেন।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.