চন্দরপলের ছেলেকে নিয়ে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ

0
147

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে বাংলাদেশ ক্রিকেট দল। দ্বিতীয় সারির দলটা একই সময়ে খেলবে টেস্ট ম্যাচ। তিনটি আন–অফিশিয়াল টেস্টের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষিত হয়েছে আগেই। এবার দল ঘোষণা করল ক্যারিবীয়রাও।

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের সাথে আসছেন কিংবদন্তি ক্যারিবীয় ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপলের ছেলে তেজনারায়ণ চন্দরপল। ১৫ সদস্যের দল অধিনায়ক করা হয়েছে উইকেটকিপার-ব্যাটসম্যান জশুয়া ডি সিলভাকে।

তেজনারায়ণ চন্দরপল ছাড়াও জাতীয় দলের হয়ে খেলা বেশকিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে এই দলে। বাঁহাতি অলরাউন্ডার রেমন রেইফার, পেসার অ্যান্ডারসন ফিলিপ ও বাঁহাতি স্পিনার গুড়াকেশ মোতি এই তিনজনই গত বছরের জুন বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন। কিংবদন্তি ক্যারিবীয় ব্যাটার শিবনারায়ণ চন্দরপলের ছেলে তেজনারায়ণ ইতোমধ্যে ৬টি টেস্ট খেলেছেন। তাতে একটি ডাবল সেঞ্চুরিসহ ৪৫.৩০ গড়ে রান তুলেছেন বাঁহাতি এই ব্যাটার।

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল বাংলাদেশে আসবে ১১ মে। ১৬ মে প্রথম চার দিনের পর বাকি দুটি শুরু হবে যথাক্রমে ২৩ মে ও ৩০ মে। সব ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল: জশুয়া ডি সিলভা (অধিনায়ক), অ্যালিক অ্যাথানেজ, ইয়ানিক ক্যারিয়াহ, কিসি কারটি, তেজনারায়ণ চন্দরপল, টেভিন ইমলাচ, আকিম জর্ডান, ব্রান্ডন কিং, জইর ম্যাক আলিস্টার, জাচারি ম্যাকসাসকি, কার্ক ম্যাকেঞ্জি, গুড়াকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রেইফার ও কেভিন সিনক্লেয়ার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.