চট্টগ্রাম বন্দর এবং বন্দরের বাইরে ট্রেইলার ড্রাইভারদের কর্মবিরতি চলছে। নিয়োগপত্র নিশ্চিতের দাবিতে এই ধর্মঘট পালন করছেন তারা। এর প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরের পণ্য খালাসে। বন্ধ রয়েছে কন্টেইনার পরিবহন।
বুধবার (৩০ অক্টোবর) সকালে এনসিটি ও সিসিটি গেইটের সামনে অবস্থান নেন শ্রমিকরা। এতে বন্দরের ভেতরে কন্টেইনার পরিবহনে আসা ট্রেইলারগুলো আটকা পড়ে। ভেতরেও প্রবেশ করেনি কোন ট্রেইলার। তবে স্বাভাবিক রয়েছে বন্দরের পণ্য উঠানামা। তবে ট্রেনযোগে যে কনটেইনারগুলো সারাদেশে যায় সেই কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে ট্রাক এবং কাভার্ড ভ্যান চলাচল।
শ্রমিকদের দাবি, একাধিকবার দাবি আদায়ে কর্মসূচি দিলেও মালিকপক্ষ নিয়োগ পত্র দিতে গড়িমসি করছে। দাবি আদায় না হলে কর্মবিরতি চলমান রাখার হুঁশিয়ারি শ্রমিক ইউনিয়নের নেতাদের।
তবে মালিকদের দাবি, এটি অনেক আগেই সুরাহা হওয়া একটি বিষয়। এটি অনেকবার সমাধান হয়েছে এবং এ নিয়ে আদালতে একটি রিটও করা হয়েছে। আদালতে সুরাহা হওয়ার আগে শ্রমিকদের এই দাবি অনায্য বলে দাবি করছেন তারা।
চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার ইউনিয়নের সভাপতি হুমায়ুন কবির জানান, যতক্ষণ পর্যন্ত শ্রমিকদের নিয়োগপত্র নিশ্চিত করা না হবে এবং শ্রম আইনে সব নিতী অনুযায়ী শ্রমিকরা সুবিধা না পাবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। দুপুর ১২টায় এ বিষয়ে মালিকপক্ষের সাথে বৈঠক রয়েছে। তখন তারা নতুন সিদ্ধান্তে যাবেন।