ভারী বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম মহানগরের ২৭টি পরীক্ষাকেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর ( আজ রোববার বেলা ১১টা) শুরুর সিদ্ধান্ত হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের ফেরিফাইড ফেসবুক পেজেও পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে শুরুর কথা জানানো হয়েছে।
যোগাযোগ করা হলে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘শনিবার রাতের বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম মহানগরে আজ রোববারের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর বেলা ১১টা থেকে শুরু হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিষয়টি আমাকে জানিয়েছেন।’
শিক্ষা মন্ত্রণালয়ের ফেরিফাইড ফেসবুক পেজে বলা হয়েছে, ‘২৬ আগস্ট রাতের অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম শহরে সৃষ্ট জলাবদ্ধতায় আজ রোববার (২৭ আগস্ট) হতে শুরু হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে, সিটি করপোরেশন এলাকার ২৭টি পরীক্ষা কেন্দ্র ও হাটহাজারী ও ফতেয়াবাদ কলেজ কেন্দ্রে, পরীক্ষা এক ঘণ্টা বিলম্বে শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে। যে সমস্ত কেন্দ্রে শিক্ষার্থীদের পৌঁছাতে সমস্যা হচ্ছে সেগুলোতেও অনুরূপ নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে বিলম্ব হলেও, পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ নিশ্চিত করার জন্য কেন্দ্র প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে।’
এর আগে সারা দেশের গত ১৭ আগস্ট এইচএসসি পরীক্ষা শুরু হয়। তবে ভারী ও বৃষ্টিপাত ও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে চারটি পরীক্ষা পিছিয়ে আজ রোববার থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের মাধ্যমে পরীক্ষা শুরুর কথা ছিল। এরই মধ্যে পিছিয়ে দেওয়া চারটি বিষয়ের নতুন সময়সূচি ঘোষণা করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। এ শিক্ষা বোর্ডের ১৭ আগস্টের বাংলা প্রথমপত্রের পরীক্ষা ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ২০ আগস্টের বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা ১ অক্টোবরে, ২২ আগস্টের ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা ৩ অক্টোবরে এবং ২৪ আগস্টের ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা ৫ অক্টোবর নেওয়া হবে।