চট্টগ্রামে একটি কাঠের ফার্নিচার কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে নগরীর উত্তর কাট্টলীর সিডিএ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, দিবাগত রাত সোয়া ২টার দিকে কাঠের ফার্নিচার কারখানায় আগুন লাগে। মূহুর্তেই ছড়িয়ে পড়ে আশপাশে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এছাড়াও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।