চট্টগ্রামে কখন, কোথায় ঈদের জামাত

0
14
ঈদের জামাত

চট্টগ্রাম নগরের পবিত্র ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত সকাল আটটায় অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে এই জামাত হবে।

সিটি করপোরেশন সূত্র জানায়, ঈদের জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে মসজিদ প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায়। আজ রোববার চাঁদ দেখা গেলে কাল সোমবার ঈদ হবে।

ঈদের দিন প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। একই মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়। এই মসজিদের ঈদের জামাতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকার মুসল্লিরাও অংশ নেন। চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও এখানে ঈদের নামাজ পড়তে আসেন।

নগরের প্রধান ঈদ জামাত কেন্দ্র করে মসজিদের আশপাশে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। নগর পুলিশের পক্ষ থেকে মসজিদ এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

সিটি করপোরেশনের তত্ত্বাবধানে নগরের আরও আটটি মসজিদে ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এগুলো হচ্ছে নগরের ২ নম্বর গেট এলাকার হজরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, পাঁচলাইশের সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, নিউমার্কেট এলাকার জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, খুলশীর দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরু বাজার জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদ (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামসংলগ্ন)।

এ ছাড়া সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ৪১টি ওয়ার্ডে একটি করে ঈদের জামাত মসজিদ ও ঈদগাহে অনুষ্ঠিত হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.