অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোকা’র প্রভাবে বরিশালসহ দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটগুলোতে সব ধরনের নৌযান চলাচল আজ শনিবার সকাল ৬টা থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিআইডব্লিউটিএ’র বরিশাল নৌ বন্দর কর্মকর্তা (যুগ্ম পরিচালক) মো. আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ পদক্ষেপ নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। বিআইডব্লিউটিএ’র আদেশের পর শনিবার সকাল থেকে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে নৌযান চলাচল করছে না।
বন্দর কর্মকর্তারা জানান, বরিশাল নৌবন্দর থেকে অভ্যন্তরীণ ১১টি রুটে যাত্রীবাহী নৌযান চলাচল করে। দূরপাল্লার একমাত্র রুট হচ্ছে ঢাকা-বরিশাল রুট। এছাড়া নৌপথে পণ্যবাহী নৌযান চলাচলও বন্ধ রয়েছে।
এদিকে টানা প্রায় ১৫ দিন প্রখর রোদের পর শনিবার সকাল থেকে বরিশালে মেঘলা আবহাওয়া বিরাজ করছে। আজ বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
 
            

















