বোলিং র‌্যাষ্কিংকে তিন ধাপ উন্নতি সাকিবের

0
132

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে র‌্যাঙ্কিং আপডেট করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। তিন ম্যাচে চার উইকেট নেওয়া বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার সাকিব বোলিং র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে সেরা দশে ঢুকেছেন।

ওয়ানডের বোলিং র‌্যাঙ্কিংয়ে দশ নম্বরে আছেন তিনি। এর আগে ছিলেন ১৩তে। ওয়ানডে র‌্যাঙ্কিং অনুযায়ী তিনিই দেশের সেরা বোলার।

ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে লিটন দাস এগিয়েছেন তিন ধাপ। তিনি আছেন ৩৮তম অবস্থানে। ওয়ানডে সিরিজ জেতা আফগান ক্রিকেটাররা র‌্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন। ওপেনার ইব্রাহিম জাদরান ১১ ধাপ এগিয়ে ১৬তম অবস্থানে রয়েছেন। রহমানুল্লাহ গুরবাজ ৩৭ ধাপ এগিয়ে ৪৫ নম্বরে আছেন।

ওয়ানডে সিরিজের সেরা ক্রিকেটার হয়েছেন আফগানিস্তানের ফজলহক ফারুকি। তিনি ৫৮ ধাপ এগিয়েছেন। বর্তমান ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান ৩৩। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সেরা অলরাউন্ডারের অবস্থান ধরে রেখেছেন বাংলাদেশ ক্রিকেটের সেরা তারকা সাকিব আল হাসান।

এছাড়া ওয়ানডের সেরা ব্যাটার হিসেবে বাবর আজম স্থান ধরে রেখেছেন। সেরা দশ ব্যাটিং র‌্যাঙ্কিংয়েও পরিবর্তন আসেনি। ওয়ানডের সেরা বোলার জস হ্যাজলউড। সেরা দশে আছেন আফগানিস্তানের রশিদ খান (৪) ও মুজিব উর (৬)। মোহাম্মদ নবী বোলিং র‌্যাঙ্কিংয়ে সেরা দশ থেকে নেমে গেছেন। তবে ওয়ানডের দ্বিতীয় সেরা অলরাউন্ডারের স্থান ধরে রেখেছেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.