যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড সফর করছে। এ ঘটনার নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন গ্রিনল্যান্ডের নেতারা।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা পোষণ করেন। গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ পেতে অর্থ খরচের পাশাপাশি প্রয়োজনে শক্তি প্রয়োগের কথাও বলেছেন তিনি। তাই বর্তমানে বিশ্বরাজনীতিতে বেশ আলোচনায় রয়েছে গ্রিনল্যান্ড।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের স্ত্রী উষা ভ্যান্সের নেতৃত্বে প্রতিনিধিদলটি গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ভ্রমণ করবেন এবং কুকুরে টানা স্লেজের প্রতিযোগিতা উপভোগ করবেন। প্রতিনিধিদলে রয়েছেন হোয়াইট হাউসের নিরাপত্তা পরামর্শক মাইক ওলাৎজ ও জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট।
গ্রিনল্যান্ডের বিদায়ী প্রধানমন্ত্রী মিউট এগেদে মার্কিন প্রতিনিধিদলের এ সফরকে উসকানি বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এ প্রতিনিধিদলের সঙ্গে তাঁর তত্ত্বাবধায়ক সরকার দেখা করবে না।
এগেদে স্থানীয় এক সংবাদপত্রকে বলেন, ‘কিছুদিন আগপর্যন্ত আমরা যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করতে পারতাম। তারা আমাদের বন্ধু ও মিত্র ছিল। তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছি। কিন্তু সে সময় পেরিয়ে গেছে।’
রয়টার্স
কোপেনহেগেন