‘গোলিয়াথ’ এমবাপ্পেকে তাড়া করছেন এ কোন ডেভিড

0
172
পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে

ডেভিড ও গোলিয়াথের অসম এক লড়াইয়ের গল্পের কথা সবারই জানা। সেই লড়াইয়ে অবশ্য ‘পুঁচকে’ ডেভিড হারিয়ে দিয়েছিলেন বিশালকার গোলিয়াথকে। ফ্রেঞ্চ লিগ ‘আঁ’র ডেভিড মানে জোনাথন ডেভিড গল্পের ডেভিডের মতো অতটা পুঁচকে নন। তবে এ সময়ে ফ্রেঞ্চ লিগ ‘আঁ’র অন্যতম সেরা ফরোয়ার্ডকে ‘গোলিয়াথ’ বলাই যায়!

তা ফ্রেঞ্চ লিগ ‘আঁ’তে একটি সেরার পুরস্কারে এ মুহূর্তে চলছে ‘গোলিয়াথ’ এমবাপ্পে ও ডেভিডের লড়াই। সেই লড়াইয়ে আপাতত একটু এগিয়ে আছেন এমবাপ্পেই।

পরিসংখ্যানই বলছে, ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সেরা জুটি মেসি–এমবাপ্পে

পিএসজির ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে আর লিলের কানাডিয়ান ফরোয়ার্ডের লড়াইটা ফ্রেঞ্চ লিগ ‘আঁ’র সর্বোচ্চ গোলদাতা হওয়ার। লিগের ৩২ রাউন্ড শেষে এমবাপ্পের দল পিএসজি ৭৫ পয়েন্ট নিয়ে আছে তালিকার শীর্ষে। লিগে এখন পর্যন্ত ৭৫ গোল করেছে পিএসজি। এর মধ্যে ২২টি গোল এমবাপ্পের।

৩২ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে লিল আছে তালিকার পঞ্চম স্থানে। প্রতিপক্ষের জালে ৫৭ বার বল পাঠিয়েছে লিল। এর মধ্যে ২১টি গোলই করেছেন ডেভিড।

এমবাপ্পে ও ডেভিড—দুজনের হাতেই ৬টি করে ম্যাচ আছে। শেষ পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটা কে জেতেন, সেটাই এখন দেখার বিষয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.