গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলায় আহত একজনের মৃত্যু

0
10
চিকিৎসাধীন অবস্থায় কাসেম নামের একজনের মৃত্যু হয়েছে।

গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় কাসেম নামের একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ১৬ নাম্বার বেডে তার মৃত্যু হয়।

নিহত কাসেমের বাড়ি গাজীপুর জেলার গাছা থানার বোর্ড বাজার দক্ষিণ কলমেশ্বর এলাকায়। তিনি ওই এলাকার মৃত জামালের ছেলে।

কাসেমকে হাসপাতালে নিয়ে আসা রাসেল জানান, শুক্রবার দিবাগত রাতে তাকে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসেন তিনি। আজ বেলা তিনটায় চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে কাশেম মারা যায়। তার পরিবারকে এরইমধ্যে খবর দেয়া হয়েছে। তারা ঢাকা মেডিকেলে আসছেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে আহত অবস্থায় কাসেম নামে এক যুবককে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়। আজ বেলা তিনটার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে সন্ধ্যায় আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, একটি অপরিচিত নাম্বার থেকে ফোন দিয়ে মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র প্রতিনিধি আটক রয়েছে বলে খবর দেয়া হয়। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়ক’সহ ছাত্র-জনতার একটি দল সেখানে যায়। এ সময় মসজিদের মাইকে ডাকাতি হচ্ছে বলে খবর ছড়িয়ে আওয়ামী লীগের লোকজন হামলা চালায় বলেও অভিযোগ করেন তারা।

সে হামলায় অন্তত ১৫ জন আহত হন। এরপর তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয় সেনাবাহিনী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.