গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ মার্চ) সকালে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় মহাসড়কের সানপাওয়ার সিরামিকস কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজু মিয়া (৩৫) ও জিয়ারুল ইসলাম (৪০)। তবে তাদের ঠিকানা জানাতে পারেনি পুলিশ।
সালনা হাইওয়ে পুলিশের এসআই হাবিবুর রহমান বলেন, মুরগি খামারির একটি কাভার্ডভ্যান ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে সালনা এলাকায় পৌঁছালে একটি ট্রাক ওই কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পিকআপের সহকারী ও পোল্ট্রি ব্যবসায়ী নিহত হন। মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সালনা হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ বলেন, ময়মনসিংহগামী একটি মুরগিবাহী পিকআপ দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই হেলপার ও মুরগি ব্যবসায়ী নিহত হন। আহত হন পিকআপ চালক। তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।