ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করেছেন যুক্তরাজ্যের নতুন নিয়োগ পাওয়া পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন।
তার নতুন অফিস থেকে সোশ্যাল মিডিয়ায় করা এক পোস্ট থেকে জানা যায়, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের নিজেকে রক্ষা করার অধিকার এবং গাজায় মানবিক বিরতি দিয়ে গাজায় নিরাপদে ত্রাণ পৌঁছানোর বিষয়ে আলোচনা করেন।
তারা ইউক্রেন নিয়ে তাদের সমর্থনের কথা তুলে ধরেন এবং দুই দেশের মধ্যে সম্পর্কের গভীরতার বিষয়ে আলোচনা করেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, মার্কিন পররাষ্ট্র দপ্তর উল্লেখ করেছে যে ব্লিঙ্কেন এবং ক্যামেরন “যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বিশেষ সম্পর্কের ধারাবাহিকতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় এর গুরুত্ব” সম্পর্কে জোর দিয়েছেন।