গাজায় ইসরায়েলি হামলায় পিআইজে কমান্ডারসহ নিহত ২

0
117
গাজায় হামলার পরে হাসপাতালের বাইরে কান্না করছেন এক ব্যক্তি।

অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) শীর্ষস্থানীয় কমান্ডারসহ দুইজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে গাজার হামাদ শহরের একটি ভবনের পঞ্চম তলার অ্যাপার্টমেন্টে এ হামলা চালানো হয়।

পিআইজে-এর সশস্ত্র শাখা জানিয়েছে, নিহত শীর্ষস্থানীয় ওই কমান্ডার ক্ষেপণাস্ত্র ইউনিটের প্রধান। তার নাম আলি হাসান গালি। তিনি আবু মুহাম্মদ নামেও পরিচিত। অপরজনের পরিচয় জানানো হয়নি। খবর- বিবিসি।

ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, আলি হাসান গালি ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপের জন্য দায়ী।

বুধবার গাজা থেকে সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলে ৪৬০ টিরও বেশি রকেট ছুড়েছে। এতে ইসরায়েলে আশ্রয়কেন্দ্রে ছুটে আসা বেশ কয়েকজন আহত হয়েছে।

ফিলিস্তিনি মেডিকেল সূত্র বলছে, এই সপ্তাহে এখন পর্যন্ত যুদ্ধে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে  চারজন পিআইজে কমান্ডার রয়েছে।

হামাসের পরে পিআইজে গাজার দ্বিতীয় বৃহত্তম জঙ্গি গোষ্ঠী। তারা ফিলিস্তিনিদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার শপথ নিয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.