গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

0
111
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা গাজায় যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব রাশিয়া ও চীনের ভেটোর

গাজায় যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা খসড়া প্রস্তাব রাশিয়া ও চীনের ভেটোর কারণে ভেস্তে গেছে।

শুক্রবার (২২ মার্চ) সকালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি তোলে যুক্তরাষ্ট্র।

কাউন্সিলের ১১ জন সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেয়। রাশিয়া, চীন ও আলজেরিয়া এর বিপক্ষে ভোট দেয় এবং গায়ানা ভোটদান থেকে বিরত থাকে। স্থায়ী নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে রাশিয়া ও চীনা ভোট ভেটো হিসেবে গণনা করা হয়।

জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, এই খসড়াটি অত্যন্ত রাজনীতিকরণ করা হয়েছে। এতে রাফায় সামরিক অভিযান চালানোর জন্য কার্যকর সবুজ সংকেত রয়েছে।

তিনি বলেন, শান্তিপূর্ণ ফিলিস্তিনি নাগরিকদের জীবন বাঁচানোর জন্য, এটি যথেষ্ট নয়।

এসময় ওয়াশিংটনের দ্বিমুখী নীতি ইসরায়েলের ওপর কোনো চাপ তৈরি করছে না বলেও অভিযোগ করে মস্কো।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের এক হামলার প্রতিক্রিয়ায় গাজায় আগ্রাসন শুরু করে দখলদার রাষ্ট্রটির সেনারা। এরপর থেকে হামাস উৎখাতের নামে ইসরায়েলি সেনারা সাড়ে ৫ মাসেরও বেশি সময় ধরে হামলা ও অভিযান চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটিতে। ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত সেখানে প্রাণ হারিয়েছেন ৩২ হাজারেরও বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। সঙ্গে আহতের সংখ্যা ছাড়িয়েছে ৭০ হাজার।

গাজায় চলমান এই গণহত্যায় ইসরায়েলকে সরাসরি অস্ত্র ও অর্থ দিয়ে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানির মতো পশ্চিমা দেশগুলো। এমনকি জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে ন্যাটোভুক্ত দেশগুলো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.