গাজায় যা ঘটছে তার জন্য গোটা বিশ্ব দায়ী: মাহমুদ আব্বাস

0
44
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, গাজা এবং পশ্চিম তীরে যা চলছে তার জন্য গোটা বিশ্ব দায়ী।
 
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
 
মাহমুদ আব্বাস বলেন, ‘এই উন্মাদনা চলতে পারে না। আমাদের জনগণের যা ঘটছে তার জন্য গোটা বিশ্ব দায়ী। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আল্লাহর নামে বলছি, এ অপরাধ বন্ধ করুন। এখনই বন্ধ করুন। শিশু ও নারীদের হত্যা বন্ধ করুন। গাজায় গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করুন। ইসরায়েলের কাছে অস্ত্র পাঠানো বন্ধ করুন।’
 
এ সময় রক্তপাত অবসানে ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান ফিলিস্তিনের প্রেসিডেন্ট। সেই সঙ্গে অবিলম্বে গাজায় যুদ্ধ অবসানের ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।
 
আব্বাস বলেন, ‘ফিলিস্তিন আমাদের মাতৃভূমি, আমরা এ ভূমি ছাড়ব না। আমরা ছাড়ব না। আমরা ছাড়ব না। এটা আমাদের বাপ-দাদার জমি। এটা আমাদেরই থাকবে।’
 
‘ইসরায়েল গাজায় বেসামরিক মানুষ মারছে না’ বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিযাহু। তার এই দাবি খারিজ করে আব্বাস বলেন, ‘আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, তাহলে কে ১৫ হাজারের বেশি শিশু মারল?’
 
মাহমুদ আব্বাস জাতিসংঘ ভাষণে গাজায় একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি করা এবং পশ্চিম তীর ও জেরুজালেমে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলা অবসানের আহ্বান জানান। একইসঙ্গে গাজায় মানবিক ত্রাণ সরবরাহ এবং ভূখন্ডটি থেকে ইসরায়েলি সেনাবাহিনী পুরোপুরি সরিয়ে নেওয়ারও আহ্বান জানান তিনি।
 
প্রসঙ্গত, গত বছরের ইসরায়েল গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর মানুষ যেসব শিবিরে আশ্রয় নিয়েছিলেন। এসব আশ্রয় কেন্দ্রও ইসরায়েলের হামলায় তছনছ হয়েছে। যুদ্ধের কারণে অবরুদ্ধ গাজার ২৩ লাখ বাসিন্দার বেশিরভাগই কয়েকবার বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলি আগ্রাসনে গাজায় বর্তমানে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪১ হাজার ৫৩৪ জনে পৌঁছেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.