গাজায় আগ্রাসন সব ফ্রন্টে লড়াই জোরদারের আহ্বান কাসেম ব্রিগেডের

0
77

ফিলিস্তিনের প্রতিরোধ বাহিনী হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেড সব ফ্রন্টে ইসরায়েলের ওপর হামলা জোরদারের আহ্বান জানিয়েছে। মঙ্গলবার যুদ্ধের ২০০ দিন পূর্ণ হওয়া উপলক্ষে আলজাজিরা টেলিভিশনে দেওয়া বক্তৃতায় আল কাসেমের মুখপাত্র আবু ওবায়দা এ আহ্বান জানান।

গত ১৩ এপ্রিল ইসরায়েলে চালানো ইরানের হামলার প্রশংসা করেন আবু ওবায়দা। পাশাপাশি তিনি গাজা, পশ্চিম তীর ও জর্ডানে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি জানান, হামাস যুদ্ধবিরতি চায়। এজন্য ইসরায়েলকে অবশ্যই গাজায় সামরিক অভিযান বন্ধ করতে হবে, সব সেনা প্রত্যাহার করতে হবে এবং বাস্তুচ্যুতদের তাদের ঘরবাড়িতে ফিরে যাওয়ার সুযোগ দিতে হবে। গাজার ওপর থেকে সব ধরনের অবরোধ প্রত্যাহার করে নিতে হবে।

এদিকে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় অ্যাকর শহরে সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। গাজায় যুদ্ধ শুরুর পর এটাই ইসরায়েলের বেশ অভ্যন্তরে চালানো সবচেয়ে বড় হামলা। গত মঙ্গলবার এ হামলা চালানো হলে ইসরায়েল তা অস্বীকার করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, কোনো স্থাপনা হিজবুল্লাহর হামলার শিকার হয়নি। তবে তারা দুটি ড্রোন ভূপাতিত করেছে।

গতকাল বুধবার রয়টার্স এ খবর জানায়। হিজবুল্লাহ বলছে, তাদের এক যোদ্ধাকে হত্যার প্রতিবাদে এ হামলা চালানো হয়েছে। পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলও। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, তাদের যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের আইতা, ব্লিদা ও মারকাবায় আঘাত হেনেছে।

অন্যদিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে (এনইউএসসি) ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও ইরান। বুধবার এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে দেশ দুটি।

ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে দেশ দুটি বলেছে, গাজায় অমানবিক অবরোধের ফলে ব্যাপক মৃত্যু ও ধ্বংসের পাশাপাশি লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.