গাইবান্ধায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা

0
7
আব্দুল্লাহ আল মামুন মণ্ডল I ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুরে আব্দুল্লাহ আল মামুন মণ্ডল (৩০) নামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর মরদেহ নিয়ে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় জামদানী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

মামুন মণ্ডল উপজেলার ধাপেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি খামারপাড়া গ্রামের আব্দুল মান্নান মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, ধাপেরহাট নায়বিয়া দরবার শরিফের দোকানিদের সঙ্গে মামুনের বিরোধ চলছিল। এ নিয়ে বুধবার রাতে রুহুল আমিন নামে এক ব্যবসায়ীকে মারধর করেন মামুন।

বৃহস্পতিবার বিকেলে জামদানী ঘাট এলাকায় মামুনের ওপর অতর্কিত হামলা চালায় ১০ থেকে ১৫ জনের সশস্ত্র দুর্বৃত্ত। তারা মামুনকে পিটিয়ে-কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

পরে সন্ধ্যার দিকে মরদেহ নিয়ে ধাপেরহাট বাজার এলাকায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন স্বজন-এলাকাবাসী।

সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় পুলিশ দুর্বৃত্তদের চিহ্নিত ও আটক করতে অভিযান অব্যাহত রেখেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.