গফুর হালীকে উৎসর্গ করে ‘উইন্ড অব চেঞ্জ’-এর নতুন গান

0
160
উইন্ড অব চেঞ্জ

সংগীত শিল্পী ঐশী বলেন, ‘আমরা ইতিমধ্যে বুঝে গেছি, বাংলা গানের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে উইন্ড অব চেঞ্জের ভার আসলে কতটুকু।

গফুর হালীকে উৎসর্গ করে ‘উইন্ড অব চেঞ্জ’-এর নতুন গান

ভার বলছি এ জন্য, পুরো বিশ্বের সব শ্রেষ্ঠ মিউজিশিয়ান নিয়ে এভাবে বাংলা গান উপস্থাপন করা এবং সফলভাবে উপস্থাপন করা ও মানুষের মনে স্বকীয়তা থেকে জায়গা দখল করা, এটা একটা বড় চ্যালেঞ্জ। সে জায়গা থেকে উইন্ড অব চেঞ্জ সম্পূর্ণভাবে সফল। আমাদের দেশের মানুষকে উইন্ড অব চেঞ্জ অনেক সফল গান উপহার দিয়েছে।’

উইন্ড অব চেঞ্জ প্ল্যাটফর্মে এর আগে ঐশীর কণ্ঠে প্রকাশিত হয় ‘দিল কি দয়া হয় না’ ও ‘নিজাম উদ্দিন আউলিয়া’ গান দুটি।  দুটি গানই শ্রোতাপ্রিয়তা অর্জন করে। তারই ধারাবাহিকতায় নতুন গানটি প্রসঙ্গে ঐশী বলেন, ‘এই প্ল্যাটফর্মে গান প্রকাশ মানে আমার জীবনেও একটা নতুন মোড়। রেকর্ডিংয়ের অনেক দিন পর প্রকাশিত হলো “দুই কূলে সুলতান”। গানটির সংগীতায়োজন এত স্ট্রং আর এত এত শ্রেষ্ঠ মিউজিশিয়ানের সামনে বাংলা গান গাইতে পারা দারুণ একটা গর্বের ব্যাপার ছিল।’

গান বাংলা টেলিভিশনের জন্য টিএম প্রোডাকশন নির্মিত গানটির প্রযোজনা করেছেন ফারজানা মুন্নী ও কৌশিক হোসেন। গান বাংলা জানায়, গানটি ইতিপূর্বে টেলিভিশনে সম্প্রচারিত হলেও প্রথমবারের মতো গান বাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশের মাধ্যমে সবার জন্য এটি উন্মুক্ত করা হয়েছে। সর্বশেষ গত বছর প্রকাশিত হয় উইন্ড অব চেঞ্জের গান ‘কানার হাটবাজার’।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.