বিশ্বজুড়ে গণতন্ত্রের জন্য হুমকি বাড়ছে মন্তব্য করে বাইডেন বলেন, ‘আমি আমার কাজ যত ভালোবাসি, ঠিক ততটাই আমার দেশকে ভালোবাসি। দীর্ঘ অর্ধশতাব্দী জনসেবার পর দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মের হাতে নেতৃত্বভার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ সমবেত বিশ্বনেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সবাইকে নিজ নিজ জনগণকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘গত পাঁচ দশকে আমি ইতিহাসের নানা বাঁকবদল হতে দেখেছি। এ সময়ে বিশ্ব অনেক সংকটের মধ্য দিয়ে গেছে। আমাদের ভুলে গেলে চলবে না এই বিশ্বকে আমরা আরও ভালো অবস্থানে নিয়ে যেতে পারি।’